ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দীর্ঘ ১৬ বছর পর নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পলাশ সিনেমা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে চৌরাস্তা মৌড়ে গিয়ে শেষ হয়।
পরে ওই মোড়েই পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সহ সভাপতি নূর নবী, পান্না বিশ্বাস, নূর আলম ও হামিদুর রহমান, যুগ্ম সম্পাদক সাহাবুউদ্দিন মাস্টার, দপ্তর সম্পাদক ফেরদৌসী আলম মানিক, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুব দলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক মুনতাসীর আল মামুন,যুব দলের জৈষ্ঠ সচিব, মো.ঈশা, মহিলা বিএনপির সভানেত্রী মনিরা বিশ্বাস। এছাড়াও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ, সহযোগী সংগঠনের সভাপতি- সম্পাদকরা বক্তব্য রাখেন।
বক্তারা শহীদ জিয়ার শততা, দেশপ্রেম ও আদর্শে বলিয়ান হয়ে সকলকে একসাথে দেশের জন্য কাজ করার আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি শাহাদাৎ হোসেন। শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের জীবন কাহিনীর উপর বিভিন্ন প্রামান্য ভিডিও চিত্র দেখানো হয়।
আজ ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪১ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি