হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ২৫ জানুয়ারি সোমবার বিকেলে নেকমরদ ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানিশংকেল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল।
আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ । এ ছাড়াও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয দুই শতাধিক নারী-পুরুষ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
উঠান বৈঠকে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, মাদক বিরোধী প্রচারণা, বাল্য বিবাহ রোধ, ধর্ষণ, জঙ্গি, সড়ক দূর্ঘটনা, সাইবার অপরাধ ও সম্প্রতি করোনা ভাইরাস সংক্রান্তে সচেতনতা মূলক ও আইন শৃংখলা বিষয়ে দিক নির্দেশনামূলক এবং সকলকে সচেতন হয়ার ব্যপারে বক্তব্য দেওয়া হয় ।
পরে উপস্থিত জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনে সাথে সাথে সমাধান ও আইনগত পরাপর্শ দেন ওসি এসএম জাহিদ ইকবাল।