হুমায়ুন কবির, রানীশংকৈল ( ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় সরকারি নির্দশনা অনুযায়ী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জন্মশতবার্ষিকী পালন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাণীশংকৈল থানা, স্বাস্থ্য কম্পেক্স, আলী আকবর প্রতিবন্ধী স্কুল, প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে উপজেলা হলরুমে নিবার্হী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ইয়াসিন আলী ও সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মুত্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ। বক্তারা সভায় বঙ্গবন্ধুর জীবনী ও করোনা ভাইরাস সচেতনতা মূলক আলোচনা করেন।
একই দিনে সকাল ৯ টায় রানীশংকৈল ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ম্যুরালে পূস্পামাল্য অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন। শেষে বঙ্গবন্ধুর উপর সংক্ষিপ্ত আলোচনা ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।