হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের মহিষডুবা পুকুরপাড় বস্তিতে একটি নতুন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ১ জুলাই সোমবার সকাল ১১ টায় রাণীশংকৈল উপজেলা সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহার উদ্যোগে এ মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অবৈধভাবে সরকারি জমিতে বসবাসকৃত সদ্য উচ্ছেদকৃত প্রায় ১৫০ টি পরিবারকে মহিষডুবা ও বালিয়া পুকুরপাড়ে পুনর্বাসন করে রাণীশংকৈল উপজেলা প্রশাসন। তাদের নামাজ আদায় করার কথা ভেবেই এ মহৎ উদ্যোগ নেন এসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহা। এছাড়াও আশপাশের অনেক মুসুল্লি এ মসজিদে নামাজ আদায় করার সুযোগ পাবে বলে মনে করেন স্থানীয়রা। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সেখানকার প্রায় দুই শতাধিক মুসুল্লি উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭৭৬৮২৪১৯৮