হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি প্রানিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
পৌরশহরের কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় ২৫ টি স্টলে উপজেলার খামারীরা বিভিন্ন উন্নত জাতের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, খরগোস, কচ্ছপ, কবুতরসহ অনেক প্রজাতির দৃষ্টি নন্দন পাখি প্রদর্শন করেন।
দিনব্যাপি এ মেলার অনুষ্ঠানে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসিরুল ইসলাম (ভারপ্রাপ্ত), পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রধান শিক্ষক আবু শাহানশা ইকবাল প্রমূখ।
পরে খামারিদের মাঝে ৩ টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।