হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়(৭ মার্চ সোমবার)বিকালে হোসেনগাঁও ইউনিয়নের রাউত নগর মধ্যপাড়া গ্রামে তেলজাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরিষাসহ তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এই কৃষক মাঠ দিবস।
উপজোলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদিপ কুমার গুহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশিক্ষন কর্মকর্তা সিরাজুল ইসলাম,জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা আনিসুর রহমান, দিনাজপুর অঞ্চল মনিটরিং কর্মকর্তা সারোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা কৃষি বিদ সঞ্চয় দেবনাথ।
আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, কৃষক সুজিত আলী, উপ সহকারি কৃষি অফিসার এনামুল করিম প্রমুখ। মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কমকর্তা সাদেকুল ইসলাম।