হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার ২০ মার্চ বিকালে পৌরশহরের ডিগ্রী কলেজ মাঠে এ পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) নজরুল ইসলামসহ কাউন্সিরবৃন্দ, ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মেয়র ও সহকারি কমিশার জানান, রমজানের আগে ও মধ্যবর্তী সময় সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে। কার্ডধারী পরিবারগুলোকে টিসিবির ডিলারদের মাধ্যমে দুই কেজি করে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল দেয়া হচ্ছে।
এদিন পৌরসভা ছাড়াও ধর্মগড় ইউনিয়ন পরিষদ চত্বরেও এ বিক্রয় কার্যক্রম চলেছে। এবং দ্রুত প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে বলেও তারা জানান।
জানা গেছে এ উপজেলায় প্রায় ১৫ হাজার পরিবার টিসিবি’র ওইসব পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।