ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের বাসিন্দা জনপ্রিয় ও জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু সংগীতশিল্পি ইতি আকতারের বাবা নজরুল ইসলাম (৫৮) রবিবার (২৮ এপ্রিল) বিকালে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি….রাজিউন)।
পেশায় কুলিক শ্রমিক নজরুল ইসলাম ২ স্ত্রী, ৬ মেয়ে ও ১ ছেলেসহ অনেক আত্মীয় শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
প্রসঙ্গত: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ সংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে লোকসংগীতে ১ম স্থান অধিকারী নজরুল ইতি আকতারের বাবা। ইতি আকতার রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের ছাত্রী
ও ঠাকুরগাঁও বেতারের নিয়মিত শিল্পী।
তার বাবার মৃত্যুতে রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সদস্য, সাংস্কৃতিক কর্মি ও উপজেলা শ্রমিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে মরহুমের জানাযা নামাজ আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ সোহেপ