ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১ জানুয়ারি) সাড়ম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষ বিকেলে পৌরশহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিঠুর সভাপতিত্বে ও ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা
আল ওয়াদুদ বিন নূর আলিফ, সহ-সভাপতি নূর নবী, শাহাদত হোসেন,পান্না বিশ্বাস ও নুর আলম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, সম্পাদক মহসিন আলী, যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন ও অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, মহিলা দল নেত্রী মুনিরা বিশ্বাস, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুনতাসীর আল মামুন মিঠু ও আকতার হোসেন, যুবদলের জৈষ্ঠ্য সচিব ঈসা আলী, পৌর বিএনপির সহ-সভাপতি হামিদুর রহমান, শ্রমিক দলের নেতা মো. রুকু, যুবদল নেতা মিলন হোসেন, পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী।
আরো বক্তব্য দেন-ছাত্র দলের সাবেক সভাপতি পলাশ চৌধুরী ও আওলাদ হোসেন,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির
হোসেন,ছাত্রদল নেতা রাব্বি হোসাইন ও ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আতিক হাসান মুন্না প্রমূখ। সভায় বক্তারা বলেন,১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। তাই তারা ছাত্রদলের সাংগঠনিক শক্তি ও কার্যক্রম বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন। এইসাথে তারা সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি