হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ খাদ্যগুদামে গম ও ধান সংহগ্র কার্যক্রম কিছুদিন আগে শুভ উদ্বোধন করা হয়। সুষ্ঠভাবে কার্যক্রম চললেও গুদামে খালি জায়গার অভাবে এখনো চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি, বললেন নেকমরদ ওসিএলএসডি আসাদুজ্জামান। তিনি বলেন বর্তমানে মিলারদের চাপের মুখে রয়েছেন তিনি। মিলাররা গুদামে চাল সরবরাহ করতে না পারায় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেছে। ভুক্তভোগী মিলাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী করেছে অতিদ্রুত গুদামে জায়গা খালি করে চাল সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ওসিএলএসডি বলেন, ১৪’শ মেঃটন আমন ধান এবং ৪০০’শ মেঃটন গম, গুদাম থেকে দ্রুত ভাবে সরাতে হবে। তাহলে চাল সংগ্রহ করা সম্ভব হবে।
এপ্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল খন্দকার বলেন, ১১ জুন আমরা জায়গার জন্য চাহিদা দিয়ে চিঠি লিখেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। আশা করি আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্যা সমাধান হতে পারে