ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২২- ২৩ অর্থ বছরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন (ব্যাগ, ছাতা, খাতা, কলম, বই) ও বাইসাইকেল বিতরণ করা হয়।
এরমধ্যে ২০ জন শিক্ষার্থীকে ১ টি করে বাইসাইকেল এবং ৪০ জনকে শিক্ষা উপকরণ দেয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব চত্বরে এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজাবুল হক, পাবলিক হেল্থ অফিসার তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আদীবাসী নেতা সুগা মুরমু প্রমুখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি