হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার এরই প্রেক্ষিতে গত ২৯ জুন মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে এবং কঠোর লকডাউন বাস্তবায়ন করতে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়।
পরে রাতে পৌর শহরের চৌরাস্তা মোড়ে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
আরো বক্তব্য দেন, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি জাহিদ ইকবাল, ওসি তদন্ত আঃ লতিফ শেখসহ অনেকে। বক্তারা সবাইকে মাস্ক ব্যবহার করতে এবং অহেতুক বাড়ির বাইরে চলাচল বন্ধ করতে অনুরোধ জানান। সরকারি আদেশ মান্য করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং লকডাউন বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।