হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মহােৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে হিন্দু নেতা ও মণ্ডপের সভাপতি- সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় সভা করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
এ উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ওসি এস এম জাহিদ ইকবালের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (সার্কেল) তোফাজ্জুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ওসি) তদন্ত আব্দুল লতিফ সেখ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত রায়, সাধারণ সম্পাদক সাধন কুমার বসাক, সাবেক প্রসক্লাব সভাপতি ফারুক হোসন প্রমুখ।
এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ, প্রতিটি মন্ডপের সভাপতি-সম্পাদকসহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন। এ বছর এ উপজেলায় মোট ৫৪ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।