ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপ্রধান ইউএনও রকিবুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন হাবিব- উল্লাহ মুহিব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক, বিজিবি জগদল ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন ও আবুল কাশেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক মাহমুদ, প্রেসক্লাব পুরাতনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ধরনের চুরি,মাদক সেবন ও ব্যবসা, জমি সংক্রান্ত বিরোধ বেড়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এবং এসব ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি