ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতাধিক বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শন, রাজা টংকনাথের রাজবাড়ি গত শনিবার, (৬ মে) বিকেল সাড়ে ৫ টায় পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতানা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব (পুরাতন) সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. বিপ্লবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া আরো রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আগামি জুলাই মাসের মধ্যে রাজা টংকনাথের এ রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি