অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা বুধবার দুপুরে সরেজমিন পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
পুলিশ সুপার আসার খবরে ভাঙ্গন কবলিত শত শত নারী পুরুষ জড়ো হন ওই এলাকায়। তারা পুলিশ সুপারকে তাদের সুখ দুঃখের কথা জানান।
এ সময় পুলিশ সুপার এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের দু:খ-দূর্দশা স্বচক্ষে দেখলাম, খুব খারাপ লাগল। আমি জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভাঙ্গন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাবো।
এ সময় তিনি ভাঙ্গন রোধে বাঁশের বান্ডাল তৈরীর জন্য ব্যক্তিগত নগদ কিছু অর্থ সহায়তা করেন।
উল্লেখ্য, এবছর বর্ষায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় তিস্তার তীব্র ভাঙ্গন দেখা দেয়। অল্প সময়ে প্রায় ১৬শ পরিবারের বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও শত শত একর ফসলি জমি তিস্তাগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানেও এলাকাটিতে ভাঙ্গন অব্যাহত রয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায়, রাজারহাট থানার ওসি মো: রাজু সরকার, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান সহ: অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।