স্পোর্টস ডেস্কঃ গতকাল সিল্কের রাজিধানি রাজিশাহি জেলায় বাংলাদেশ কারাতে ফেডারেশন এর আয়োজনে ও রাজিশাহি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বকুল-বাচ্চু কোচ ও ফরমান আলী সমন্যয়ক এর তত্তাবধায়নে রাজশাহি বিভাগীয় মহিলা ক্রীড়া কম্পলেক্স এ ৭দিন ব্যাপি কারাতে প্রশিক্ষন কর্মসালার শুভ উদ্ভোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাফিকা খানন ছবি (সাধারন সম্পাদক জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও সহ-সভাপতি জেলা কারাতে সমিতি) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ম ক্যাডেট, জুনিয়ার, অনু-২১ ও সিনিয়ার সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৯ জুনিয়ার ইভেন্টে এ স্বর্ন পদক বিজয়ী প্রশান্ত, বিজয়, ও রনি এর কাতা প্রদর্শনির মাধ্যমে শুভ উদ্ভোধন ঘোষনা করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন জনাব, মুহাম্মদ শরিফুল হক (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা রাজশাহি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন (সহ-সভাপতি বাংলাদেশ কারাতে ফেডারেশন), অহেদুন্নবী (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহি), রেজাউল ইসলাম বাবু (যুগ্ন সম্পাদক-ক্রীড়া, জেলা ক্রীড়া সংস্থা রাজিশাহি), সাইফুদ্দিন বাচ্চু (কার্যনির্বাহি সদস্য, বাংলাদেশ কারাতে ফেডারেশন), শওকত জাহিদুল ইসলাম প্রিন্স ( সম্পাদক জেলা কারাতে সমিতি), আরো উপস্থিত ছিলেন. মামুন(কোচ রাজশাহি কারাতে একাডেমী), ফরমান আলী (কোচ বাংলাদেশ কারাতে ফেডারেশন), মো.বকুল হোসেন (সহকারী প্রশিক্ষক ৭দিন ব্যাপী কারাতে কর্মসুচি), তুষার, মো.শহিদুল ইসলাম, ইসলাম (কারাতে কোচ বিকেএসপি), আমিনুল ইসলাম, পিন্টু, রাজশাহি জেলা ক্রীড়া সংস্থা এর বিভিন্ন কারাতে প্রশিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ ও অভিভাবক বৃন্দ।