তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউপি আব্দুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার উত্তরভাগ ইউপি নিজগাঁও গ্রামে কমিউনিটি ক্লিনিকের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
এ সময় তার সঙ্গে থাকা চাঁদভাগ গ্রামের তাজুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। নিহত আব্দুল মালিক উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। তাজুল সিলেট ওএমজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর জমিজমা দেখাশোনা করতেন আব্দুল মালিক। অ্যাডভোকেট মন্টুর সঙ্গে উত্তরভাগ ইউপি নিজগাঁও গ্রামের কলা মিয়া নামের এক ব্যক্তির জমি নিয়ে বিরোধসংক্রান্ত মামলা ছিল।
কেয়ারটেকার আব্দুল মালিক অ্যাডভোকেট মন্টুর ওই মামলার সাক্ষী ছিলেন। এরই বিরোধের জের ধরে (১৭ নভেম্বর) বুধবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত ও তার সঙ্গে থাকা তাজুল ইসলামের ওপর ধারালো অস্ত্র দ্বারা এলোপাথাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মালিক মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে অপর পক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের চাচাতো ভাই উত্তরভাগ ইউপি সদস্য জুয়েল আহমদ জানান, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর সঙ্গে উত্তরভাগের নিজগাঁও এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের বলি হলো আমার চাচাতো ভাই আব্দুল মালিক।
এ ব্যাপারে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু জানান, নিহত মালিক তার বাড়ি ও সম্পত্তি দেখাশোনা করতেন। নিজগাঁও গ্রামের কলা মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে দির্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ওই সম্পত্তি গ্রাস করার জন্য প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, একজনকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা অপর জন চিকিৎসাধীন অবস্থায় সিলেট আছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।