রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিতে আগুন নেভানোর কাজে ব্যবহৃত একটি পাইপের ফাটা অংশ দুহাতে চেপে ধরে থাকতে দেখা গিয়েছিল। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া কড়াইল বস্তির এই ছেলেটিই এখন ফেসবুক ইউজারদের কাছে যেন জাতীয় বীর বনে গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, ছেলেটির নাম নাঈম ইসলাম। রাজধানীর কড়াইল বস্তিতে বাবা-মায়ের সঙ্গে থাকে সে। পড়ে ব্র্যাকের আনন্দ স্কুলে। নাঈমের বাবা একজন ডাব বিক্রেতা, আর মা দিনমজুর।জানতে চাইলে নাঈম ইসলাম বলে, অগ্নিকাণ্ডের ঘটনার আগে টিভি দেখছিল সে। টিভিতে আগুনের ঘটনা দেখে দৌড়ে এফআর টাওয়ারের সামনের সড়কে উপস্থিত হয়। তারপর সেখানে পানির পাইপ ফাটা দেখে স্বপ্রণোদিত হয়ে দুই হাত দিয়ে চেপে ধরে রাখে।কেন পাইপ চেপে ধরেছিলে- জানতে চাইলে নাঈম বলে, আগুন নেভাতে ব্যবহার করা পানি তো সব বের হয়ে যাচ্ছিল। তাই ফাটা পাইপ চেপে ধরেছিলাম।কদিন আগেই কড়াইল বস্তিতে চোখের সামনে নিজেদের ঘর পুড়ে যেতে দেখেছে এই নাঈম। এফআর টাওয়ারের আগুন দেখে তাই অন্যদের বিপদে সাহায্য করতে দৌড়ে গিয়েছিল কোনও কিছু না ভেবেই। সংসারে অভাব থাকলেও পড়াশোনা চালিয়ে যেতে চায় নাঈম। শিক্ষিত হয়ে চাকরি করেই সংসারের হাল ধরতে চায় এই জাতীয় বীর।