রাজধানীর ফার্মগেট এলাকায় সেজান পয়েন্টের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার (১ জুলাই) সকালের দিকে এই ঘটনা ঘটে বলে জানান তেজগাঁও থানার এসআই মাসুদুর রহমান।
তিনি বলেন, ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়ে মনিরুজ্জামান তালুকদার ঘটনাস্থলে নিহত হন।
এসআই মাসুদ বলেন, নিহত মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তেজগাঁও থানার ডিউটি অফিসার জানান, ভোর সোয়া ৪টার দিকে ৯৯৯ থেকে কল করে জানানো হয় এক পুলিশ সদস্য আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে ছিনতাইকারী না অন্য কিছু সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক জানান, বিষয়টি ছিনতাই না অন্য কিছু তা এখনো নিশ্চিত নই। খোঁজখবর নিয়ে জানা যাবে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন