সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪–দলের সমন্বয়ক আমির হোসেন আমু কে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়ান্দা বিভাগ রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক গনমাধ্যমে আমুকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমুর বিরুদ্ধে হত্যাসহ মোট ১৫ টি মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
এর আগে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৮ আগস্ট আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি সব ব্যাংকের কাছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
উল্লেখ্য, আমির হোসেন আমু ঝালকাঠি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ঝালকাঠিতে বিক্ষুব্ধ জনতা তাঁর বাড়িতে অগ্নিসংযোগও করে।
আজ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৬ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি