রাজধানীর তিতুমীর কলেজের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট। আর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৬ টায় আগুন লাগার খবর পাওয়ার তথ্য জানায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রিমা খানম জানান, মূলত তিতুমীর কলেজের তিন তালার ওই ভবনের স্টোর রুমে আগুন লাগে। সেখানে পুরনো খাতা পত্র জমা ছিল। সেই স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনের মাত্রা অল্প থাকায় দ্রুত নেভানো সহজ হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও জানা যায়নি।