ডিবিএন ডেস্কঃ রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস ও মাইক্রোবাস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনা বাসটি নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপরে উঠে যায়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে বিমানবন্দর-খিলক্ষেত রোডে প্রায় দুপুর ১২ টা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৯০৬৯) ময়মনসিংহ যাওয়ার পথে খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-১৮৬২) ওপর উঠিয়ে দেয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। মাইক্রোবাসের চালকসহ কিছু যাত্রী সামান্য আহত হন। এতে কেউ হতাহত হয়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর-খিলক্ষেত রোডে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় অফিসগামী লোকেরা ভোগান্তিতে পড়েন। অনেক্ষন ধরে বাস না পাওয়ায় অনেকে পায়ে হেটেই অফিসের পথে রওনা দেন। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষন অপেক্ষা করে থেকে না পেয়ে বাসায় ফিরে যান।