ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্যাফোর্ডে ইতিহাসের প্রথম জয় পেয়েছেন বার্সেলোনা। তবে খেলাটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। এর চেয়ে বড় বিষয় ছিল মেসির রক্তাক্ত হওয়া।
খেলতে নেমে প্রথমার্থেই আঘাত পান মেসি। ম্যানইউ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের হাতের আঘাতে চোট পান তিনি। মুহুর্তেই নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। আঘাতে নাক ছাড়া চোখেও চোট পান মেসি।
অবশ্য প্রাথমিক চিকিৎসার পর আবার খেলতে শুরু করেন মেসি। তবে সেই খেলায় আর আগের মতো ছন্দ ফিরে আসেনি।
মেসি খেলতে পারবেন কিনা তা বৃহস্পতিবার (১১ এপ্রিল) পরীক্ষার পর নিশ্চিত হওয়ার কথা। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কোচ এরনেস্তো ভালভার্দে বুধবার বলেছিলেন, ‘সে ঘটনার পর মেসি বেশ অস্বস্তিতে ছিল। আমাদের কাল (বৃহস্পতিবার) পরীক্ষা করে দেখতে হবে তার অবস্থা কি। সে খুবই দৃঢ় রয়েছে তবে তার চোখে নাকে বেশ কিছু কালশিটে দাগ রয়েছে।’