রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রংপুর-১ গঙ্গাচড়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
রংপুর-১ গঙ্গাচড়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
অ্যাডভোকেট রেজাউল করিম রাজু কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রংপুর জেলা ছাত্রলীগ ছিলেন। এর আগে তিনি ২০১৯ সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর- ৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জোটগত রাজনৈতিক সমীকরণে দলীয় নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। তারপর থেকে আলোচনায় ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
এবার তিনি দলীয় প্রতীকে রংপুর-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৯ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি