রংপুরের গঙ্গাচড়ায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে কিশোরশগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা দীপা রাণীসহ ২জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ যাত্রী। নিহতরা হলেন- আবুল হোসেন ও কিশোরশগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা দীপা রাণী।
আজ শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার গঞ্জিপুর ভিন্নজগত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন নিহত হন। আহত চারজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক দীপা রাণী মারা যান।
এদিকে গংগাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান মাসুম বলেন, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছেন।
আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৬ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি