রংপুরে জোড়া খুনের মামলায় নামে দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আব্দুর রশিদ ওরফে নান্নু মন্ডল ও হারুন মন্ডল। যাবজ্জীবনপ্রাপ্ত একজন হলেন আকমল হোসেন।
আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রংপুর জজ আদালতের পিপি আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার মজিলা তাহেরপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন একই এলাকার রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মন্ডল। এ ঘটনার পরের দিন পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। মামলার তদন্ত শেষে তিনজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার এ রায় দেন আদালত। আমরা ন্যায়বিচার পেয়েছি।
এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইজীবী।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি