আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন আরোহী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ জুন) সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লোগান কাউন্টিতে এ ঘটনা ঘটে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এক বিবৃতিতে বলা হয়, বিকেল ৫টার দিকে বেল ইউএইচ-ওয়ানবি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি বিনোদন অথবা ভ্রমণের জন্য ব্যবহার হতো। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিএনএনকে ডেপুটি ডিরেক্টর সোনিয়া পোর্টার বলেন, হেইউ নামে পরিচিত হেলিকপ্টারটি একটি গ্রামের সড়কে বিধ্বস্ত হয়েছে।
ম্যানেজমেন্ট অথরিটি অপারেশনের প্রধান রে ব্রায়ান্ট বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময়কার হেলিকপ্টারটি লোগান কাউন্টি বিমানবন্দরের বাইরে ছিল এবং পর্যটকদের জন্য ব্যবহার করা হচ্ছিল। তিনি আরো বলেন, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন এবং তারা পরে আগুন নেভানোর চেষ্টা করেন।
ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস এক টুইটবার্তায় বলেন, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি আমি।