আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতা জ্যাকি ওয়ালোরস্কিসহ আরও ৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার( ৪ জুলাই) ইন্ডিয়ানা রাজা এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে কার্যালয় থেকে একটি গাড়ি নিয়ে বের হন জ্যাকি। তার সাথে ছিলেন আরও ২জন কর্মকর্তা। সেসময় বিপরীত দিক থেকে একটি গাড়ি প্রবেশ করে তাদের লেনে। মুখোমুখি সংঘর্ষ হয় দুই গাড়ির। ঘটনাস্থলেই নিহত হন ৩জন।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানায়, জ্যাকির সঙ্গে নিহত অন্য দুই জন হলেন জ্যাকি ওয়ালোরস্কির যোগাযোগ প্রধান এমা থমসন (২৮) এবং জ্যাচেরি পোটস (২৭)। তাদের সঙ্গে নিয়েই ইন্ডিয়ানার একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়েন প্রবীণ এই আইনপ্রণেতা। এ ঘটনায় অন্য গাড়ির চালক এডিথ শ্মাকারও (৫৬) নিহত হয়েছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসিসহ রাজনৈতিক নেতারা। হোয়াইট হাউসে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।
উল্লেখ্য, ইন্ডিয়ানার একটি আসন থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ছিলেন ৫৮ বছর বয়সী জ্যাকি। প্রতিনিধি পরিষদে ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করতেন রিপাবলিকান পার্টির এই আইনপ্রণেতা।