আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে গত এপ্রিল মাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর একদিনে এটিই সর্বোচ্চ মানুষ মারা যাওয়ার ঘটনা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং ডে পালিত হয়েছে এবং এ উপলক্ষে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ। কিন্তু সে আবেদন উপেক্ষা করে লোকজন ব্যাপকভাবে ভ্রমণ করেছে এবং তার ফল হিসেবে এই বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুধুমাত্র বুধবার ৩,২৫৩ জন রোগী মারা গেছে। এর আগে গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ২,৪৬১ জন করোনাভাইরাসে মারা গিয়েছিল। কিন্তু গতকাল সে সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। এমনকি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারে যে কথিত সন্ত্রাসী হামলা হয়েছিল তাতে যত মানুষ মারা যায় তার চেয়েও বেশি মানুষ মারা গেছে গতকাল করোনায়।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এখন কোনো হাসপাতালে আইসিইউ বেড খালি নেই।