আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় রেকর্ড ৩১৫৭ জনের মৃত্যু হয়েছে। গেল নভেম্বর মাসের শুরুর দিক থেকে ব্যাপক হারে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। দিন দিন বাড়ছেই মৃত্যুর মিছিল।
স্কাই নিউজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। গত বসন্তে একদিনে সর্বোচ্চ ২ হাজার ৬০৩ জনের মৃত্যু হয়েছিল দেশটিতে। এছাড়া প্রতিদিন সংক্রমণের হারও বাড়ছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে একদিনে ২ লাখ আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দেশটিতে।
গত ২৪ ঘন্টার এই মৃত্যুর রেকর্ড নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা চেয়েও বেশি। ২০০১ সালে ওই সন্ত্রাসী হামলায় ২ হাজার ৯৭৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে থ্যাংকসগিভিং ডে’র ছুটিকে সামনে রেখে অনেকেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে। এমতাবস্থায় বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই ছুটির আগেই কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল যে, নিয়মনীতি না মানলে সংক্রমণের সংখ্যা বাড়তে পারে। তাদের সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। এত বিপুল মানুষ আক্রান্ত হওয়ায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র পরিচালক ডা. রবার্ট রেডফিল্ড এর আগে বলেছিলেন, বাস্তবতা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কঠিন সময় অপেক্ষা করছে।
তিনি বলেন, আমি মনে করি দেশের স্বাস্থ্যখাতের ইতিহাসে এই সময়টা সবচেয়ে কঠিন হবে। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে।