আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যে গতকাল শুক্রবার (৫ আগস্ট) একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তিন শিশুসহ একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আসা এক দমকল কর্মী দেখতে পান যে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এএফপির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন পেনসিলভানিয়া পুলিশ।
এক বিবৃতিতে বলা হয়, এ অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় নেসকোপেক শহরে গতকাল শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহতদের মধ্যে পাঁচ, ছয়, ও সাত বছর বয়সের তিন শিশু রয়েছে। আগুনের ঘটনায় প্রাণ হারানো অন্যদের বয়স ১৯ থেকে ৭০ বছরের মধ্যে। এ অগ্নিকাণ্ডের কবল থেকে প্রাপ্তবয়স্ক তিনজন প্রাণে বেঁচে যান।
নেস্কোপেক ভলান্টিয়ার ফায়ার কোম্পানির কর্মী হ্যারল্ড বেকার জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তার ছেলে, মেয়ে, শ্বশুর, শ্যালক, শ্যালিকা, তিন নাতি-নাতনি এবং আরও দুই স্বজন নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে বাড়িটি একেবারে পুড়ে যায়। এ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে সহায়তা করতে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে পরিবেশিত ভিডিও ফুটেজে দোতলার এ বাড়ির দেয়াল পুড়ে আগুন আস্তে আস্তে ওপরের দিকে উঠে ভবনটির অবশিষ্ট অংশ পুড়তে দেখা যায়।
উল্লেখ্য, এক টুইটে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর টম উলফ। অগ্নিকাণ্ডের কারণ জানতে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।