আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ১০ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফের করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি ভালো আছেন বলে টুইটারে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন। গতকাল শনিবার (৩০ জুলাই) হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
বার্তা সংস্থাটি জানায়, বাইডেনকে আবারও কঠোর আইসোলেশনে রাখা হয়েছে এবং তার পূর্ব নির্ধারিত উইলমিংটন ও মিশিগান সফর বাতিল করা হয়েছে। টুইট বার্তায় বাইডেন জানিয়েছেন, করোনার কোন লক্ষণ না থাকলেও অন্য সবার নিরাপত্তার স্বার্থে তিনি আইসোলেশনে থাকছেন।
হোয়াইট হাউসের চিকিৎসক ড. কেভিন ও’কন্নর গণমাধ্যমকে জানিয়েছেন, বাইডেনকে ফাইজারের অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলভিড দেওয়া হয়েছিল। উচ্চ-ঝুঁকিতে থাকা বিশেষ করে বেশি বয়সের করোনা রোগীদের এই ওষুধ দেওয়া হয়। তবে নতুন করে বাইডেনের চিকিৎসা নিতে হবে না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে করোনা শনাক্ত হওয়ায় বাইডেনের উইলমিংটন ও মিশিগান সফর বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন বাইডেন। এরপর গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনা পরীক্ষা করান তিনি। চারবারেই ফলাফল পজিটিভ এসেছে।