আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস ও মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত ৭জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (২৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে ডেট্রয়েট শহরে আলাদা জায়গা থেকে মোট ৪জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তিন জনই মারা যায়। এরপর বিকেলে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, একইদিনে দেশটির টেক্সাসের হিউস্টন শহরে হামলাকারীর গুলিতে চারজন নিহত হয়েছে। ওই হামলাকারী প্রথমে ভুক্তভোগীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পর তাদেরকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে হামলাকারী ব্যক্তিও নিহত হন।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বিনোদন জেলায় গত শনিবার (২৭ আগস্ট) ভোরে ডাচ সেনাদের হোটেলের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন ডাচ সেনা আহত হয়েছেন।
ইন্ডিয়ানা পুলিশের মতে, তিন ভুক্তভোগী ও অন্য কোনো ব্যক্তির মধ্যে কোনো ধরনের বিবাদের কারণে এই গুলি চালানো হয়েছিল।
ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আহত সেনাদের পরিবারকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ইন্ডিয়ানা পুলিশ এই গোলাগুলির ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।