মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি :-যশোরের শার্শার কায়বা সীমান্ত কামার বাড়ী মোড় থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ মোটরভ্যান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।(বৃহস্পতিবার ১৭ই জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ২১বর্ডার গার্ড ব্যাটালিয়নের কায়বা বিওপির’র একটি টহল দল সুবেদার মোঃ মুক্তার হোসেনের নেতৃত্বে,ল্যান্স নায়েক খাইরুল ইসলাম,মাহফুজুর রহমান,মোঃফকরুদ্দিন,মোঃ বদিউজ্জামান,মোঃ আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কায়বা গ্রামস্থ কামারবাড়ী মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি মোটর চালিত ভ্যান উদ্ধার করতে সক্ষম হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভ্যান চালক পালিয়ে যায়৷অভিনব কায়দায় রাখা মোটর ভ্যানের পিছনের বডির নীচে থেকে ফেন্সিডিলগুলো পাওয়া যায়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক লোকমান হোসেন কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ মোটরভ্যান উদ্ধার করে কায়বা বিওপি’র টহলদল। জব্দকৃত ফেন্সিডিলসহ মোটর ভ্যানটি খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি জানান।