মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোর বেনাপোল বড় আঁচড়া টার্মিনাল মোড় থেকে ৩০ পিচ স্বর্ণের বারসহ ইকবল(৩৪) ও ওমর ফারুক রনি(৩৪)নামে দুই যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)সদস্যরা।শনিবার(৮ই ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৯টার সময় তাদেরকে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া টার্মিনাল পাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন(৩০)ও একই এলাকার আজিজুল এর ছেলে ওমর ফারুক রনি(২৮)।বেনাপোল বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার লাল মিঞা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বড় আঁচড়া টার্মিনাল মোড়ে স্বর্ণের একটি বড় চালানের আদান-প্রদান হচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে আমরা কয়েকজন বিজিবি সদস্য তৎক্ষনাত সেখানে পৌছে যায়।সুত্র মোতাবেক আমরা ঐ দুই যুবক কে ধরতে সক্ষম হই।পরে তাদেরকে বেনাপোল ক্যাম্পে নিয়ে আসা হয়,এরপর তাদের দেহ তল্লাশী করে ৩০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।৪৯ ব্যাটালিয়ন বিজিবির যশোর অধিনায়ক লেঃকর্নেল মোঃসেলিম রেজা স্বর্ণ আটকের বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সকল কে অবহিত করেন। আটক দুই যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।