মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোর শার্শা উপজেলার বেনাপোলে “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ”এই প্রতিপাদ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানের ন্যায় উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
সোমবার(০৯ই ডিসেম্বর)বেনাপোল মরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে জাতীয় সংগীত পরিবেশন,ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটির অনুষ্ঠান উদ্বোধন করেন শার্শা উপজেলা নিবার্হী কর্মকর্তা পূলক কুমার মন্ডল ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।এরপর বেনাপোল-কলকাতা মেইন সড়কে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও র্যালি করা হয়।মানববন্ধন ও র্যালি শেষে বেনাপোল কাস্টম হাউসের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা, শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান,শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটু, সহ-সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,শ্রী শান্তিপদ গাঙ্গুলি ও খন্দকার মাহবুব হোসেন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়ার হাউজ কর্মকর্তা ফিদা হাসান, হিসাবরক্ষক আব্দুল হান্নান,সীমান্ত ও বন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী,স্কাউটসসহ সচেতন নাগরিক কমিটির কর্মকর্তারা অংশ নেন।প্রধান অতিথী শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন,দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এদেশে দিবসটি সরকারিভাবে পালন হতো না।২০১৬ সালের ডিসেম্বর মাসে দুর্নীতি দমন কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করা হয়।সরকার দূর্নীতি দমন কমিশনের প্রস্তাবটি আমলে নিয়ে ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে।এসব কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি করতে দুর্নীতি দমন কমিশনের প্রতিটি বিভাগীয় ও জেলা কার্যালয়,সকল দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং তরুণ প্রজন্মের কণ্ঠস্বর সদস্যদের ইতোমধ্যেই অনুরোধ জানানো হয়েছে।