যশোরের একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরিমেরে সাত লাখ টাকা ছিনতাই মামলার আসামি অন্তর ইসলামকে (২২) পা ভাঙা অবস্থায় আটক করেছে পুলিশ।তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে। আহত অবস্থায় পুলিশ পাহারায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত অন্তর ইসলাম যশোর উপশহর সি ব্লকের নজরুল ইসলাম ওরফে ঝন্টু চৌকিদারের ছেলে।কোতয়ালী থানার এসআই তারেক নাহিয়ান বলেন, রোববার দিবাগত গভীররাতে পুলিশের কাছে গোপন খবর আসে, অন্তর নামে এক মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে জিমনেসিয়াম এলাকায় অবস্থান করছে। এসময় পুলিশ সেখানে উপস্থিত হলে পাচিল টপকে পালানোর সময় তার পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্তর তিন মাস আগে উপশহরের রুমি এন্টারপ্রাইজের শোরুমের ম্যানেজারকে ছুরি মেরে পাঁচ লাখ টাকা ছিনতাই করে বলে অভিযোগ রয়েছে।এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়।হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডাক্তার বজলুর রশীদ জানান, পাবলিক অ্যাসাল্ট হিসেবে অন্তর নামে এক যুবক ভর্তি হয়েছে। তার বাম পায়ের হাটুর হাড় সম্ভবত ভেঙেছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশংকাজনক। আহত অন্তর বলেন,আমি ও আমার দুই সহযোগি পলাশ ও ঈমন গত চার মাস আগে রুমি এন্টারপ্রাইজের ম্যানেজার সেতুকে ছুরি মেরে তার কাছথেকে ৭লাক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে সেতু হাসপাতালে মারাযায়৷ পুলিশ গত চারদিন আগে দুপুর বেলায় আমাকে বড় বাজারের কাপুড়িয়া পট্রি এলাকা থেকে আটক করে৷ এবং গত রাতে অঞ্জাত স্থানে নিয়ে আমার পা উল্টে দেয়৷ তার পর এস আই তারেক নাহিয়ান স্যার আমাকে হাসপাতালে ভর্তি করে৷ :- মোঃলোকমান হোসেন, যশোর জেলা প্রতিনিধি