মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে বাংলালিংক কোম্পানীর মোবাইল ফোনের আটশত সীম সক্রিয় করার দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষীকান্ত পুর গ্রামের বদরুদ্দিন আলীর ছেলে মনিরুজ্জামান পারভেজ ও একই উপজেলার কৃত্তিপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে শাহিন হোসেন।
কোতয়ালি মডেল থানা এসআই আমিরুজ্জামান জানান,তারা গোপন সূত্রে খবর পান একটি অপরাধী চক্র ডিলারদের মাধ্যমে সীম সংগ্রহ করে অত্রঅঞ্চলের বিভিন্ন গ্রামগঞ্জে নারী ও পুরুষদের কাছে বাংলালিংক কোম্পানীর সীম বিক্রির নামে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের কাছে থাকা ৮শত সীম সক্রিয় করার কাজে লিপ্ত রয়েছে।এ ধরনের খবরের ভিত্তিতে পুলিশের নিয়োজিত সোর্সের মাধ্যমে কোতয়ালি পুলিশ যশোর সদর উপজেলার নতুনহাট এলাকা থেকে(শুক্রবার ১ই ফেব্রুয়ারি)দুপুরে মনিরুজ্জামান পারভেজ ও শাহিন হোসেনকে গ্রেফতার করে।পুলিশ জানায়,আটককৃতদের দখল হতে বাংলালিংক কোম্পানীর ৭শত ৭৫ পিস সক্রিয় সীম উদ্ধার করে।যে সীম গুলো বিভিন্ন অপরাধী চক্র ও ভিওআইপিতে বিক্রি করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি গ্রহন করেছে।