সহিংসতা মুক্ত নির্বাচনী পরিবেশ তৈরির সহায়তা প্রদানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় দেশের সাতটি জেলার ১৮টি সংসদীয় আসনে ‘শান্তিতে বিজয় প্রকল্প’ বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে যশোর, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা কুষ্টিয়া, পাবনা ও ফরিদপুর জেলা রয়েছে। এই কর্মসূচি বাস্তাবয়ন করছে ৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। মঙ্গলবার বিকেলে শান্তিতে বিজয় কর্মসূচির আওতায় যশোরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোর মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যক্ষ আবদুল লতিফ। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশেষ অতিথি প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। বক্তব্য রাখেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, সাবেক কাউন্সিলির রাশিদা রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তিতে বিজয় প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাহজাহান নান্নু। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।:- মোঃলোকমান হোসেন, যশোর জেলা প্রতিনিধি