জাতীয় সংসদের ৮৫, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে প্রায় দুই যুগ পর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ আসনে সর্বশেষ ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন যশোর জেলা বিএনপির বর্তমান কমিটির সহসভাপতি ও যশোর জেলা আইনজীবি সমিতিরি সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। সে নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের নিকট পরাজিত হন। সেই নির্বাচনে জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন হয়েছিলেন তৃতীয়। তবে ২০০১ সালের ৮ম সংসদ নির্বাচনে চারদলীয় জোটের মনোনয়ন পান জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন। তিনি জামায়াতের দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করে অধ্যাপক রফিকুল ইসলামকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদেও তিনি চারদলের প্রার্থী হয়ে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করেন। সে নির্বাচনে মহাজোটের প্রার্থী সাবেক আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের নিকট পরাজিত হন আবু সাঈদ। ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অংশ না নেয়ায় সেবারও ধানের শীষের কোন প্রার্থী ছিলেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ২০ দল-ঐক্যফ্রন্টের মনোনয়ন পেয়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন। তবে এবারে তার প্রতীক হয়েছে ধানের শীষ। ফলে এই আসনের বিএনপি নেতা-কর্মীরা দীর্ঘ ২২ বছর ৬ মাস পরে ধানের শীষে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। অবশ্য ২০১৬ সালের জুন মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ধানের শীষে নির্বাচন করেন বিএনপি নেতারা। তবে সেই নির্বাচনেও চৌগাছার ফুলসারা ইউপিতে বিএনপির কোন প্রার্থী ছিলেন না।এর আগে ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাবিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করলেও জামায়াত নেতা প্রার্থী হওয়ায় ধানের শীষে ভোট দিতে পারেন নি তারা। তবে এবার জামায়াত ইসলামী তাদের নিবন্ধন হারানোর কারণে ধানের শীষ নিতে বাধ্য হয়েছে। দীর্ঘ প্রায় দুই যুগ পরে ধানের শীষে ভোট দেয়ার সুযোগ হওয়ায় বিএনপি নেতা-কর্মীরা খুশি। আলাপকালে কয়েকজন বিএনপি নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন দীর্ঘদিন পরে ধানের শীষে ভোট দিতে পারব এটা ভেবে ভাল লাগলেও কোন বিএনপি নেতা মনোনয়ন পেলেই বেশি ভাল লাগতো বলে জানান।:- মোঃলোকমান হোসেন, যশোর জেলা প্রতিনিধি