মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুরঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় নতুন ভবন ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রাণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে বাংলাদেশের ওপর যেন কোনো আঘাত না আসে, সে জন্য সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। এটিকে দেশবিরোধী রাজনীতিকরা সংকট বলছেন। বাংলাদেশের মানুষ যেন ভবিষ্যতে কোনো সংকটে না পড়ে, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে। যারা সংকটের কথা বলছেন, তারা রাজনৈতিকভাবে সংকটে পড়ে অপপ্রচার চালাচ্ছেন, তাই বলতে হয় যতোদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশুগঞ্জ নৌবন্দরে ইন্টার কনটেইনার টার্মিনাল নির্মাণ কাজ অনেকদূর এগিয়ে গেছে। ইতোমধ্যে কনসালট্যান্ট নিয়োগ হয়েছে। আশুগঞ্জ নদীবন্দরটি আন্তর্জাতিক নদী বন্দর হবে।
বুধবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি আরো বলেন, একটি সংগঠনকে গতিশীল করতে হলে সে সংগঠনের অবশ্যই একটি স্থায়ী বসার ব্যবস্থা থাকতে হবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার কর্মী বান্ধব সরকার। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশ ও জনগণের পাশে সব সময় ছিলাম আছি থাকবো।
এই সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক যুগ্মসচিব উপজেলা চেয়ারম্যান মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলা আলীগের সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কবির হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক একে এম.শহিদুল হক বাবুল, কাজী জাদিদ আল-রহমান জনি, পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা সম্পাদক সাঈদ আহমেদ বাবু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, পৌর যুবলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন সরকার, বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজের সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমেন আহমেদ আমান ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্চাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।