ময়মনসিংহ প্রতিনিধিঃ গেল শনিবার দিবাগত রবিবার মধ্যরাতে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে গাবতলী বাজার এলাকা থেকে সুরুজ আলী (৪৮) নামে এক ইউপিঃ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল তার ব্যবহৃত মোবাইল, মোটরসাইকেল।
নিহত সুরুজ আলী সুর্যি ঘোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো.মাহমুদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপিঃ সদস্য সুরুজ আলী সূর্যি চানপুর গ্রামের হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে রবিবার রাতে উপজেলার কালীবাড়ি বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। রাত ১টার দিকে পথচারীরা গাবতলী বাজার এলাকা ময়মনসিংহ টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তিনি আরও বলেন, খবর পেয়ে রাতে ইউপিঃ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় হেলাল উদ্দিন নামে একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। মরদেহের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তবে অন্যকোন ঘটনা হলেও সেটা তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে নিহত ইউপিঃ সদস্যে’র স্ত্রী জমেলা বেগম বলেন, এটা কোন দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকান্ড। তার প্রতিপক্ষ সুলতান উদ্দিনের নেতৃত্বে ওই ইউপি সদস্যকে কৌশলে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, ঘোগা ইউপিঃ চেয়ারম্যান শরীফ আহমেদ বলেন, এটি কোন দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে প্রশাসনের প্রতি দাবী জানান।