তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় জনমিলনায়তনে নাগরিক স্বরণসভা অনুষ্ঠিত হয়। নাগরিক স্বরণ সভার আয়োজন করেন শ্রীমঙ্গলের নাট্য ও সাংস্কৃতিক পর্যায়ে সকল অঙ্গসংগঠন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফি আজম ঠাকুর,ও অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন অনিক ভট্টাচার্য সাজু।
উপস্থিত ছিলেন অন্যান্য সংঘটনের মধ্যে শ্রীমঙ্গল থিয়েটারের সভাপতি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস (লেদু), ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এদের স্মৃতি চারণে কবিতা আবৃত্তি ও দুই গুনী শিল্পীর অসময়ে চলে যাওয়াকে আজীবন সাংস্কৃতিক অঙ্গনে অপূর্ণতার কথা ভুলবে না সাংস্কৃতিকমনা গুনী জনেরা।
মৌসুমী নাগ ও মলয় রায় ভানুর অকাল প্রয়াণে স্মৃতি স্বরণে শোকাঞ্জলী পাঠ করেন,বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৌশিক ভট্টাচার্য। মৌসুমি নাগ ও মলয় কুমার রায় ভানুর স্বরণে সকলে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে ১ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।