মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপি’র সদ্য সাবেক কমিটির ছাত্র-বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার (৬ই জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হলে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রের বরাতে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্য ইংল্যান্ড থেকে আসার পর বুধবার (৮ই জানুয়ারি) সকাল ১১টায় নামাজের জানাযা শেষে দুপুর ২টার দিকে উপস্থিত মেহমানদের শিরনি খাওয়ানো হয়। জানাযা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ দল মত নির্বিশেষে শেষ দেখা দেখতে ও নামাজে সরিক হন।
তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানান ঘাত-প্রতিঘাতের মধ্যে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক হয়রানি মূলক মামলার গ্লানি টানতে হয় রাজনৈতিক জীবনে। মৃত্যুকালে দুই ছোট্ট শিশু সন্তান, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণাগ্রাহী রেখে গেছেন। বিনয়ী ও সদালাপী গাজী মারুফের মৃত্যুতে জেলা জুড়ে তার রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়ায় নিমজ্জিত হয়ে আছে।
উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সিলেট বিভিগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সিলেট বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক মিফতা সিদ্দিকী,জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল করিম ময়ূন, জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্যে জাতীয়তাবাদী ফেডারেল কমিটি ও শ্রীমঙ্গল উপজেলা সাবেক সভাপতি জালাল উদ্দিন জিপু, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অন্যতম আহ্বায়ক পৌরসভার সাবেক তিন বারের কাউন্সিলর সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নামাজের জানাযাতে জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি