তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন সহ শীতকালীন চুরি, ডাকাতি রোধকল্পে এবং গ্রেপ্তারী ও সাজা পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্তে বিশেষ অভিযান উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে, সদর মডেল থানা পুলিশের ২ (দুই)) টি সাদা পোশাকের দল বিশেষ আভিযানিক দল সহ অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় থানা এলাকার বিভিন্ন জায়গায় অদ্য শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান পরিচালানা করে ৬জন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোস্তাক আহমদ, পিতা-মৃত রফিক বক্স, মোঃ ফারুক আহমদ, পিতা-মৃত আব্দুল জব্বার, আব্দুল হান্নান, পিতা-মৃত আব্দুল গনি, মোঃ ফয়জল হক, পিতা-মোঃ মোজাম্মেল প্রকাশ মোঃ মোজাম্মেল হক, মোঃ সিরাজুল ইসলাম শিপন, পিতা-আব্দুর রাজ্জাক, মোঃ সিরাজুল ইসলাম শিপন, পিতা-আঃ রাজ্জাক, আসামিদের মৌলভীবাজারসহ ৫জন গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী নুরুল ইসলাম, পিতা-আব্দুল বশির, আফতাব মিয়া, পিতা-মৃত রমজান মিয়া, মোঃ ইব্রাহিম মিয়া, পিতা-আব্দুর রহিম, মহসিন মিয়া, পিতা-তাহির উল্লাহ, ইবাদুল মিয়া, পিতা-ফুল মিয়া, সহ ১১ (এগার) জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাছাড়াও ধর্ষন মামলার আসামি সৈয়দ মাহির জামিল রাহি (২৫), কুলাউড়া থানার গুপ্তগ্রামের সৈয়দ রজব আলীর ছেলে। এদিকে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম মিয়াকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার করা হয়। ব্যবসায়ী মোঃ ইব্রাহিম মিয়া, গুলবাগ ,বেরিরচর আব্দুল রহিম এর ছেলে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সাজাও পরোয়ানাভুক্ত আসামী সহ সর্বমোট ১৩জন আসামীকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, শীতকালীন চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর। বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।