তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ করোনা মহামারির আঘাতে বিপর্যয়ের মুখে জনজীবন। এই পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়েছেন হোটেল শ্রমিকরা। এই অসহায় শ্রমজীবীদের সুরক্ষা দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীর দিনে পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। গত রোববার জেলা প্রশাসকের হলরুমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় জেলার ক্ষতিগ্রস্ত ১৫০ জন হোটেল শ্রমিকের মধ্যে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মৌলভীবাজারের উপ মহাব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় সোনালী ব্যাংক মৌলভীবাজারের উপ মহাব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তী বলেন, করোনা ক্ষতিগ্রস্ত পর্যটন খাতে সহজ শর্তে ঋণ দিবে কতৃপক্ষ।