তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাস মোকাবেলায় সহ-পরিবারে সুস্থ হয়েছেন মৌলভীবাজার জেলার জেলাশাসক মীর নাহিদ আহসান। রোববার (১আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান শনিবার (৩১ জুলাই) সহ-পরিবারের করোনা পরীক্ষার জন্য ফের নমুনা পরিক্ষা করতে দেন। ওই প্রতিবেদনে করোনা রিপোর্ট নেগেটিভ আসলে তাকে সুস্থ ঘোষণা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ৫ জুলাই সহ-পরিবারে করোনা আক্রান্ত হলে নিজ ঘরেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেন এবং করোনা যুদ্ধে জয়ী হোন।
উল্লেখ্য, গত বছরের ৫জুলাই মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মীর নাহিদ আহসান। করোনা নিয়ন্ত্রণে তিনি সার্বক্ষণিক মাঠে ছিলেন। গত ১০ জুন সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে শুদ্ধাচার পুরস্কার পান তিনি।