মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও শিক্ষার্থী আল মোমিন জাকিরের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উল্ল্যা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, প্রবাসী ও অভিবাবক মো. সাহেদ আহমদ নুর প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ, বিভিন্ন পর্যায়ের গনমাধ্যম কর্মী প্রমুখ।
সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দরা পুরস্কৃতদের পুরস্কার তুলে দেন।
পরে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ছানি ইমাম মাও. শাহেদ আহমদ।