তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার সদর মডেল থানার চারটি পৃথক অভিযানে আন্তঃজেলা পেশাদার চোর চক্রের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করছে সদর মডেল থানার চৌকস দল।
থানা পুলিশ সূত্রে গ্রেফতারকৃত চার চোর সদস্য, রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ, কামরুল ইসলাম, বাবুল গঞ্জু, ও রিনা বেগম। এসময় এক আসামীর কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উল্লেখ্য: রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ মাদক মামলারও আসামী এবং গ্রেফতারকৃত কামরুল ইসলাম পরোয়ানাভূক্ত পলাতক আসামী।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ইয়াছিনুল হক বলেন গত ১৮ নভেম্বর, বৃহস্পতিবার সদর থানার চারটি পৃথক অভিযানে পেশাদার চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শীত মৌসুমকে কেন্দ্র করে চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানে আটক চারজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।